চিকিৎসকদের নিরপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে চিকিৎসা সেবা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে আন্দোলনরত চিকিৎসকরা।
রোববার (১ সেপ্টেম্বর) বেলা ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এসব দাবি জানিয়েছেন চিকিৎসকরা।
শাটডাউনের আওতায় সারাদেশের সরকারি-বেসরকারি সকল হাসপাতালে ও প্রাইভেট চেম্বারে ডাক্তারদের সকল ধরনের স্বাস্থ্যসেবা বন্ধ থাকবে। এছাড়া বন্ধ থাকবে জরুরি বিভাগ, বহির্বিভাগ, জরুরি অপারেশন সব বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
এর আগে, সকাল থেকে নিরাপত্তাহীনতায় কথা জানিয়ে ও হামলার বিচার চেয়ে চিকিৎসাসেবা বন্ধ করে দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
উল্লেখ্য, গতকাল শনিবার রাতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এতে দোষীদের সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের আল্টিমেটাম দেন চিকিৎসকরা। অন্যথায় ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেনর তিন চিকিৎসককে মারধরের ঘটনায় কর্মবিরতি ঘোষণা করেছে জরুরি বিভাগের সকল চিকিৎসকরা। এর সাথে চার দফা দাবি জানিয়েছেন চিকিৎসকরা। দাবি আদায় ও নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া কমপ্লিট শাটডাউন চলবে বলেও জানান তারা।