শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ফলাফল প্রদানের ক্ষেত্রে ঠিক কোন পদ্ধতি গ্রহন করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
জানাগেছে, মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে চাপের মুখে বোর্ড কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।
পরীক্ষার ফল কীভাবে হবে, এবিষয়ে জানতে চাইলে তিনি পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।
এর আগে মঙ্গলবার সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ে দুপুরের দিকে প্রায় হাজার খানেক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন।
এ সময় শিক্ষার্থীরা শ্লোগান দিতে থাকেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি এবং আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে যান।
সম্প্রতি ঘটে যাওয়া দেশব্যাপী ছাত্র-জনতা বিপ্লবের মাঝে ছেঁদ পড়ে যায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিনে। প্রায় এক মাস স্থগিত থাকার পর নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের আলোচনা উঠে বিভিন্ন মহলে।
এদিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি প্রক্রিয়ার মধ্যে শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।