সম্প্রতি স্মরণকালের বয়াবহ বন্যায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের ৮ জেলা পুরোপুরি পানির নিচে। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ভারতের ত্রিপুরা রাজ্যও। সেখানে এরই মধ্যে ২২ জনের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশে প্রায় ১৫ লক্ষ মানুষ পানিবন্ধি। প্রাণহানির সংখ্যা ১৫ জন। এমতাবস্থায় ত্রিপুরায় আবারো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কপালে চিন্তার ভাজ ফেলেছে ।
ভারতের জাতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। বিশেষ করে বৃষ্টি হয়েছে দক্ষিণ ত্রিপুরায় (বগাফা:)) ৪৯৩.৬ মিলিমিটার, সিপাহিজালা (সোনামুরা:) ২৯৩.৪ মিলিমিটার, পশ্চিম ত্রিপুরা (আগরতলা) ২৩৩ মিলিমিটার এবং (গোমাইপুরে) ১৫৫ মিলিমিটার।
এদিকে, পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ত্রিপুরার দক্ষিণ, উত্তর, উনাকোতি এবং ধালাই বিভাগে (৭ থেকে ১১ সেন্টিমিটার) ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে ত্রিপুরার সববিভাগে বজ্রসহ ঝড় হতে পারে।
আবহাওয়া দফতর জানায়, রাজ্যের দক্ষিণ অংশে গোমতী, সিপাহিজলা এবং ধলাই জেলার কিছু জায়গায় স্বল্প থেকে ভারী (২১ সেন্টিমিটার বা তার বেশি) বৃষ্টির আশঙ্কা রয়েছে। ত্রিপুরার বাকি জেলার একটি বা দুটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।
গত ২৪ ঘণ্টায়ও ত্রিপুরায় প্রবল বৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এক বার্তায় ত্রাণ, পুনর্বাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর জানায়।
নোটিশ ::
ত্রিপুরায় বেড়েছে বৃষ্টি, বাংলাদেশে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- 119
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ